নিউজ ডেস্ক : অনুব্রত মণ্ডলকে আজ শোকজ করল নির্বাচন কমিশন। এদিন রাত ১০টার মধ্যে জবাব তলব করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার নিষেধাজ্ঞা জারি করে কমিশন। আর এরপরই কমিশনকে নিশানা করে অনুব্রত মণ্ডল বলেন, ‘কমিশন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো ব্যবহার করছে।’
ধর্না তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
এমনকী, কয়েকদিন আগেও অনুব্রত বলেছিলেন,’ভয়ঙ্কর খেলা হবে।’ সূত্র মারফত খবর, তাঁর এই বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি। ওই অভিযোগের ভিত্তিতেই অনুব্রতর বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে কমিশন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post