নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- অভিনেতা জিতু কামাল ও তাঁর স্ত্রী অভিনেত্রী নবনীতা দাসকে পুলিশি হেনস্থার অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে শুক্রবার নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা। বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী ও বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে দীর্ঘক্ষণ চলে থানা ঘেরাও করে বিক্ষোভ। তারপর তারা থানায় স্মারকলিপি জমা দেন। তনুজা চক্রবর্তীর অভিযোগ, বাংলায় মহিলারা সুরক্ষিত নন। থানা চত্বরেই সেলিব্রেটিকে ধর্ষণ করে খুন করার হুমকি দেওয়া হয়েছে। আর পুলিশ দর্শকদের ভূমিকায়।
অভিযোগ উঠেছে, নিমতা থানার মাঝেরহাটি মোড়ে বৃহস্পতিবার দুপুরে অভিনেতা ও অভিনেত্রীদের গাড়িতে এসে ধাক্কা মারে একটি পণ্যবাহী পিকআপ ভ্যান। ঘটনাস্থলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা বেধে যায়। তারপর উভয়পক্ষ হাজির হন নিমতা থানায়। নবনীতার অভিযোগ, পুলিশের উপস্থিতিতে দেখে নেবার হুমকি দেয় ঘাতক গাড়ির চালক ও তাঁর সহযোগীরা। অথচ পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। তবে অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে নিমতা থানার পুলিশ ইতিমধ্যেই পিকআপ ভ্যানের চালক, খালাসি-সহ চারজনকে গ্রেপ্তার করেছে। পাল্টা অভিযোগ দায়ের করেন অভিযুক্তরাও।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post