নিউজ ডেস্ক : অর্ডন্যান্স ফ্যাক্টরির ভিতরে এক সেনা আধিকারিককে গুলি করে খুন করা হল। এই অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভোপালের কাটনি শহরে। মৃত আধিকারিকের নাম অশোক শিকারা(৪৫)। ঘটনার পরই অভিযুক্ত জওয়ান পালিয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় অশোক শিকারার নামে সঙ্গে ডিফেন্স সিকিউরিটি কর্পস বাহিনীর জওয়ান শাকার সিংয়ের (৪০) বচসা বাধে। বচসা তখনকার মতো মিটে গেলেও ক্ষোভে ফুঁসতে থাকে শাকার। সুযোগ পেতেই সে সামনে থেকে চার বার গুলি করে অশোক শিকারাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই আধিকারিক। গুলির শব্দে অন্যান্য সেনাকর্মীরা সেখানে ছুটে আসে। পরিস্থিতি বেগতিক বুঝে শূন্যে আরও ৫ রাউন্ড গুলি চালিয়ে তাঁদের হঠিয়ে দেয় শাকার। এরপর ফ্যাক্টরি ছেড়ে পালিয়ে যায় সে।
কাটনির পুলিশ সুপার শশীকান্ত শুক্লা জানিয়েছেন, আততায়ীকে খুঁজে বের করতে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
প্রতীকী ছবি

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।