নিউজ ডেস্ক : একুশের বিধানসভা নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার বাংলার পাশাপাশি অসমেও চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এদিন মোট ৩৯টি আসনে নির্বাচন হচ্ছে। এরমধ্যে ২৫ টি আসনে ইউপিএ ও এনডিএর মধ্যে সরাসরি লড়াই। এই দফায় রাজ্যের হেভিওয়েটদের মধ্যে পাঁচ মন্ত্রী, বিধানসভার ডেপুটি স্পিকার, কংগ্রেসের কয়েকজন প্রভাবশালী নেতা এবং এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের ভাই সিরাজউদ্দিন আজমলের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় অসমে মোট ৩৪৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। মোট ভোটারের সংখ্যা ৭৩ লক্ষ ৪৪ হাজার ৬৩১ জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার ৩৭ লক্ষ ৩৪ হাজার ৫৩৭ জন। মহিলা ভোটারের সংখ্যা ৩৬ লক্ষ ৯ হাজার ৯৫৯ জন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post