নিউজ ডেস্ক : বিধানসভা নির্বাচন আসন্ন। করোনা আবহেও সমস্ত বিধি নিষেধ বজায় রেখে নির্বাচন ঘিরে চলছে প্রস্তুতি। তাই পাহাড়ের পর এবার জঙ্গল সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জানা গিয়েছে, ৬ অক্টোবর খড়গপুর ও ৭ অক্টোবর ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেল ৪টে থেকে এবং বুধবার দুপুর ২টো থেকে শুরু হবে প্রশাসনিক বৈঠক।
প্রশাসনের তরফে জানা গিয়েছে, জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ছাড়াও যাবেন কৃষি, ভূমি, সেচ–সহ বেশ কয়েকটি দফতরের সচিব ও আধিকারিকরা। ওই বৈঠকে জনপ্রতিনিধিদের কাছ থেকে জেলার নানান সুবিধা-অসুবিধার বিষয় এবং উন্নয়নের কাজের অগ্রগতির ব্যাপারে মুখ্যমন্ত্রী খোঁজ নেবেন বলে সূত্র মারফত খবর।
Discussion about this post