প্রতীকী ছবি
নিউজ ডেস্ক : ধর্ষণের মতো পৈশাচিক নির্যাতনের ঘটনা যেভাবে বেড়ে চলেছে, তাতে মনেহয় করোনার মতো ‘ধর্ষণ’ও একটি ভাইরাস হয়ে উঠছে। প্রায় প্রতিদিনই এই নির্যাতনের শিকার হতে হচ্ছে মহিলাদের। ফের এহেন পাশবিক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের দেওয়া জেলায়। ধর্ষণের পর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বছর চোদ্দোর কিশোরী। ধর্ষকের সামনেই বাড়িতে থাকা পেট্রল গায়ে ঢেলে আত্মহত্যার চেষ্টা করে ধর্ষিতা। মধ্যপ্রদেশ পুলিশ অভিযুক্ত ১৫ বছরের কিশোরকে গ্রেপ্তার করেছে। অগ্নিদগ্ধ কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহকুমা শাসকের কাছে দেওয়া বয়ানে নির্যাতিতা জানিয়েছেন, বাড়িতে একা থাকার সুযোগে বুধবার বিকেল ৪টে নাগাদ ওই কিশোর তাঁদের বাড়িতে ঢুকেছিল। এর পর জোর করে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। লজ্জায় অপমানে বাড়িতে থাকা পেট্রল ঢেলে সে আত্মহত্যার চেষ্টা করে। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এফআইআর-এর ভিত্তিতে বৃহস্পতিবারই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post