সুরশ্রী রায় চৌধুরী : তৃতীয় পর্বের ভোটগ্রহণ পশ্চিমবঙ্গ (West Bengal Assembly Election 2021) এবং অসমে (Assam)। তামিলনাড়ু, (Tamil Nadu) কেরল (Kerala) এবং পুডুচেরিতেও (Puducherry) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। এই তিনটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এক দফাতেই ভোট৷ অন্যদিকে, অসমে আজ তৃতীয় ও শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলায় ১০, ১৭, ২২, ২৬ এবং ২৯ এপ্রিল হবে পরবর্তী ভোট। সব রাজ্যের ফলাফল ঘোষণা হবে ২ রা মে৷ ভোটগ্রহণকে সামনে রেখে সব রাজ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। করোনার বাড়বাড়ন্তের মধ্যে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনও এব্যাপারে বিশেষ ব্যবস্থা করেছে। ২৬ ফেব্রুয়ারি ৫ রাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণার সময় কমিশন জানিয়েছিল যে, এটি করোনার বিধিনিষেধ অনুসরণ করার জন্য বুথের সংখ্যা বাড়ানো হয়েছে।
নয়াদিল্লি: প্রতি দফার মত এই দফার নির্বাচনেও ভোটারদের উদ্দেশ্যে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ যে সব রাজ্যে আজ নির্বাচন, সেই সব রাজ্যের নাগরিকদের জন্য আঞ্চলিক ভাষায় ট্যুইট করেছেন তিনি৷ প্রথম দফা নির্বাচন শুরু হওয়া থেকে এমনভাবে ভোটারদের বার্তা দিতে চাইছেন তিনি৷ তাদের আরও কাছাকাছি পৌঁছতে আঞ্চলিক ভাষা বেছে নিচ্ছেন মোদি৷ তাই তো পশ্চিমবাংলার (West Bengal)ক্ষেত্রে বাংলায় ট্যুইট করছেন, অসমের (Assam) ক্ষেত্রে অহমিয়া এবং দক্ষিণীর রাজ্য তামিল নাড়ু(Tamil Nadu), কেরলের(Kerela) জন্য দক্ষিণী ভাষায় ট্যুইট করে ভোটারদের উদ্ধুদ্ধ করছেন তিনি৷
তিনি আবেদন করেছেন সাধারণ নাগরিকদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য৷ গণতন্ত্রকে আরও শক্তিশালী করার কথা উল্লেখ করেছেন দেশের প্রধানমন্ত্রী৷ তিনি বিশেষ জোর দিয়েছেন কম বয়সি ভোটারদের প্রতি৷ তারাই দেশের ভবিষ্যৎ৷ তাঁদের হাত ধরেই আগামিদিনে উন্নয়নের পথে হাঁটবে দেশ৷ ট্যুইটে এই বার্তাই দিতে চেয়েছেন মোদি৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post