কল্যাণ আশীষ দত্ত, বর্ধমান: ভারতীয় বায়ুসেনার ইতিমধ্যেই অন্তর্ভুক্ত হয়েছে রাফাল যুদ্ধবিমান। এবার সেই রাফাল যুদ্ধবিমান আহসানুল্লাহ ভারতীয় বায়ুসেনার প্যারেডে। প্রতিবছর 8 ই অক্টোবর বিশেষ প্যারেড এর আয়োজন করে থাকে সেনা। এই বছর সেই প্যারেডে অংশগ্রহণ করলো রাফাল যুদ্ধবিমান। ফ্রান্সের থেকে এই অত্যাধুনিক যুদ্ধবিমান কিনেছে ভারতীয় বায়ুসেনা। প্রথা মেনেই ভারতীয় বিমানবাহিনী ৮৮ তম বার্ষিকী উদযাপন করলেন আজ। গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বায়ুসেনা কে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন। একাধিক এয়ারবেসে, বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। সাধারণ মানুষের কাছে এদিনের অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল রাফাল যুদ্ধবিমান। ইন্দনে প্যারেডে অংশ নিয়েছিলেন বায়ুসেনা প্রধান আরকেএস বাদৌরিয়া।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post