গোটাবিশ্ব যখন ঘরবন্দী, যখন কোভিড-১৯ এর দৌরাত্ম্যে থমকে গেছে সভ্যতার চাকা, যখন অর্থনীতি, সমাজনীতির ভবিষ্যত একেবারে অন্ধকারে, ঠিক সেইরকম সময়ে আরো একবার “অন্ধকার শেষে আলো”-র গান শোনালেন প্রখ্যাত গায়ক, সঙ্গীত পরিচালক, সুরকার সর্বজিৎ ঘোষ! মে মাসের চার তারিখ, সর্বজিৎ এর জন্মদিনের দিনই মুক্তি পেল ওনার নতুন গান ” অন্ধকার শেষে আলো”।

শ্রোতাদের মধ্যে ইতিমধ্যেই আলোড়ন পড়ে গিয়েছে, জিও সাভন, গানা ডট কম-এর মত বিভিন্ন মিউজিক স্ট্রীমিং অ্যাপে ইতিমধ্যেই বহু শ্রোতা শুনে ফেলেছেন গানটিকে, ইউটিউবেও মিউজিক ভিডিওটির দর্শক সংখ্যা নেহাত কম নয়.. আমাদেরকে দেওয়া একটি ইন্টারভিউতে গানটির গায়ক, সুরকার, ভিডিওতে মুল চরিত্রে অভিনয় করা সর্বজিৎ ঘোষ জানালেন ঘরবন্দী এই জীবনে যেখানে সবাইনবলতে গেলে ভবিষ্যত নিয়ে ভীষণভাবে চিন্তিত সেই মনের ক্ষতে অল্প হলেও প্রলেপ দেবে এই গান। এই গান মানুষকে, শহরকে সেরে ওঠার ডাক দেবে, সেরে উঠে যে বহু স্বপ্ন দেখা, স্বপ্ন সফল করা বাকী.. সেই আশা জাগাবে৷
গান ছাড়াও ভিডিওটি নিয়ে সর্বজিত বললেন শ্যুটিং-এর দিনে চ্যালেঞ্জের কথা। ওঁর ভীষণ শরীর খারাপ ছিল আগের রাত থেকেই। তবু যেহেতু কমিটমেন্ট, যেহেতু কাজই সবচেয়ে আগে প্রায়োরিটি পায়.. দুর্বল শরীর নিয়েও শ্যুটের দিন উপস্থিত হলেন তিনি! ক্যামেরার সূক্ষ্ম লেন্সকে বিন্দুমাত্র বুঝতে দিলেন না তাঁর শারীরিক দুর্বলতা! জমজমাট শ্যুটিং শেষে মিউজিক ভিডিওটি এখন সাধারণ দর্শকদের কাছে। ভিডিওর নায়িকা শর্মিষ্ঠা দাসও সর্বজিৎএর মত এক শিল্পী, যাঁর সুরে কিনা কথা বলেছে রুপঙ্কর বাগচী, অনুপম রায়, ইমন চক্রবর্তীর মত শিল্পীদের স্বরযন্ত্র, তার সাথে কাজ করতে পেরে যারপনাই খুশি! ভিডিওর সাফল্য নিয়ে তিনিও যথেষ্ট আশাবাদী।

সিনেপাড়াতেও কান পাতলে শোনা যাচ্ছে আশায় ভর্তি এই সুর! অভিনেত্রী মৌবনী সরকার,টেলি অভিনেত্রী সোহিনী গুহ রায়, অনিন্দিতা সরকার থেকে শুরু করে জয়ী এবং সর্বমঙ্গলা সিরিয়াল খ্যাত পরিচালক অর্ঘ্য রায়চৌধুরী, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ফিরদৌসুল হাসান.. সকলেই গানটির জনপ্রিয়তা এবং মানুষের কাছে গ্রহনযোগ্যতা নিয়ে ভীষণভাবে আশাবাদী! তাঁরা সকলেই সর্বজিৎ ঘোষের এই গানটির প্রতি শুভেচ্ছাবার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।
লকডাউনের জেরে যেখানে সব শিল্পকর্মই থমকে আছে, সেখানে এইধরনের গান, ভিডিও দর্শক মনে আলোড়ন ফেলে দেয় অক্লেশে। পারিপার্শ্বিক স্থবিরতার মধ্যেও এভাবেই এগিয়ে চলুক বাংলা গান, এগিয়ে চলুন সর্বজিতের মত গায়কেরা, ঘরবন্দি বাঙালির ভালো থাকার জন্য ওনার মত শিল্পীদের এখন সত্যিই খুব দরকার৷
প্রতিবেদন- শান্তনু কর্মকার

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post