অভ্রদ্বীপ দাস : ভারতের সশস্ত্র বাহিনীর শক্তি বাড়িয়েছে যুদ্ধবিমান রাফাল।চিনের ওপর নজর রাখতে রাফাল ব্যবহার করছে ভারত। এরইমধ্যে ভারতীয় বায়ুসেনার অস্ত্রসম্ভারে খুব শীঘ্রই অন্তর্ভূক্ত হতে চলেছে আরও ১০ টি রাফাল যুদ্ধবিমান। সরকারি সূত্রের খবর, আগামী ২-৩ দিনের মধ্যেই আরও তিনটি রাফাল যুদ্ধবিমান ভারতে পৌঁছবে।
সরকারি সূত্রে আরও খবর, এপ্রিল মাসের দ্বিতীয় পক্ষেই ৭-৮ টি রাফাল ও সেগুলির ট্রেনার ভার্সন ভারতে পৌঁছতে পারে। এই দশটি যুদ্ধবিমান এলে ভারতীয় বায়ুসেনার সম্ভারে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে যাবে। এখনও পর্যন্ত ১১ টি রাফাল ভারতে রয়েছে এবং আরও ১০ টি এলে এই যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে হবে ২১।
উল্লেখ্য, ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কিনেছে। এরমধ্যে ১১ টি ইতিমধ্যেই ভারতে পৌঁছেছে। সেগুলি পঞ্জাবের অম্বালায় গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অংশ। জানা গেছে, আরও যে ১০ রাফাল যুদ্ধবিমান আসছে, সেগুলি আম্বালায় থাকবে। এরমধ্যে কয়েকটি রাফাল যুদ্ধবিমান মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে।
Discussion about this post