মহম্মদ নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,৪অক্টোবর: স্বাস্থ্যকেন্দ্রের ইনভার্টার থাকলেও দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। এর ফলে লোডশেডিং কিংবা ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গেলে মোমবাতি জ্বালিয়ে চিকিৎসার পরিসেবা চলছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসার পরিসেবা নিয়মিত পাওয়া গেলেও রাত্রেবেলা বিদ্যুতের অনুপস্থিতিতে প্রায় অন্ধকার অবস্থায় থাকতে হচ্ছে রোগী,রোগীর পরিবারের লোকেদের এমনকি চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের প্রায় অন্ধকারেই স্বল্প আলোতে চিকিৎসার পরিসেবা চালাতে হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে এই ১০ শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জেনাটার বসানো হোক। তাহলে এই সমস্যার সমাধান ঘটবে।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ ডক্টর সাগর বসাক জানিয়েছেন ওই হাসপাতালের ইনভার্টার এর একটি ছোটখাট সমস্যা হয়েছে। যেটা আমরা খুব তাড়াতাড়ি সারিয়ে তুলব।
এলাকার এক স্থানীয় বাসিন্দা তথা আলিগড় ইউনিভার্সিটি ছাত্র শহিদুল ইসলাম জানান দশ শয্যা বিশিষ্ট হাসপাতাল অথছ নেই জেনারেটরের ব্যবস্থা। কারেন্ট না থাকলেই অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের অন্তর্গত ভালুকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ঝড়-বৃষ্টি হোক বা লোডশেডিং সন্ধ্যা নামলেই প্রতিনিয়ত ও একই চিত্র ধরা পড়ে হাসপাতালে। তখন মোমবাতি কিংবা এমার্জেন্সি লাইট জ্বালিয়ে চিকিৎসার পরিসেবা চালাতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। দীর্ঘসময় ধরে হাসপাতাল চত্বরে আলো ও বাতাসের ব্যবস্থা না থাকায় ক্ষোভ তৈরি হচ্ছে রোগী ও তাঁদের আত্মীয়স্বজন থেকে নিয়ে সাধারন জনগনের মধ্যে। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভালুকা ,হাতি ছাপা ,জগন্নাথপুর, ফতেপুর, বর্নাহি ছাড়াও এলাকার আরো বেশ কয়েকটি গ্রামের মানুষ চিকিৎসা করাতে আসে। চিকিৎসা পরিষেবা পাওয়া গেলেও রাত্রেবেলা বিদ্যুৎ না থাকলে দূর্ভোগে পড়েছে এলাকার বাসিন্দারা। অবিলম্বে এই স্বাস্থ্যকেন্দ্রে জেনারেটর বসাক স্বাস্থ্য দপ্তর।আমরা চাই অবিলম্বে এ সমস্যার সমাধান হোক।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তজমুল হোসেন জানান ভালুকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিদ্যুৎ জনিত অন্যান্য সমস্যা নিয়ে আমি মুখ্যমন্ত্রীর নিকট দাবী পেশ করব। এছাড়াও যাতে অতি দ্রুত ওই স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ জনিত সমস্যা মিটে যায় সেই জন্য রোগী কল্যাণ সমিতির বরাদ্দ অর্থ থেকে বিদ্যুৎ এর বিকল্প কোন ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে খতিয়ে দেখব।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বি এম ও এইচ সাগর বসাক জানান ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ইনভার্টার এ ছোটখাটো সমস্যা হয়েছে। যেটা আমরা খুব তাড়াতাড়ি সাড়িয়ে তুলব।এছাড়া বিদ্যুৎ জনিত আর কোন সমস্যা থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post