নিউজ ডেস্ক : “মহেশ ভাটই ইন্ডাস্ট্রির ডন। তাঁর তত্ত্বাবধানেই বলিউডে মাদক ও মহিলার কারবার চলে।” শুক্রবার রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিনেত্রী লভিনা লোধ।
এ বিষয়ে অভিনেত্রী জানান, মহেশ ভাটের ভাগ্নে সুমিত সবরওয়ালের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তিনি ডিভোর্সের মামলা করেছেন। কারণ লভিনা জানতে পারেন সুমিত বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে মাদক জোগান। শুধু তাই নয় মেয়ের জোগানও দেন বলে অভিযোগ লভিনার। আর এই সমস্ত কিছু মহেশ ভাট জানেন। এমনকী এই পুরো চক্রান্তটি মহেশই নিয়ন্ত্রণ করেন। তাঁদের কথা মতো না চললে তাঁর জীবন নষ্ট করে দেয় বলেও অভিযোগ করেন লভিনা। সেইসঙ্গে এও বলেন, মানুষের অজান্তেই ফোন করে কাজের সম্ভবনা নষ্ট করে দেন মহেশ। কেউ জানতেও পারেন না। লভিনা যেদিন থেকে মামলা করেছেন সেদিন থেকে তাঁর পিছনে পড়েছে বলে অভিযোগ। তাই ভিডিওটি তিনি নিজের আর পরিবারের নিরাপত্তার জন্য তৈরি করছেন বলে দাবি। অবশ্য লভিনার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মহেশ ভাটের আইনজীবী। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।
আরও পড়ুন ঃ স্বামিজীর দেখানো পথে বেলুড় মঠে চলছে কুমারী পূজা


২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post