নিজস্ব প্রতিবেদন– অনেকেই বলছেন, এবারের আইপিএল অনেকটাই আলাদা। অন্যবার একের পর এক ম্যাচে জেতে চেন্নাই। ধোনি হাঁটেন কলার উঁচিয়ে। কিন্তু এবার সেই চেন্নাই পরপর ম্যাচ হারছে। কেমন যেন গুটিসুঁটি মেরে রয়েছেন ক্যাপ্টেন কুল! অন্যবার শুরু থেকেই ব্যর্থতার মুখ দেখতে দেখতে হাঁপিয়ে ওঠেন বিরাট কোহলি। শক্তিশালী দল, তারকাখচিত ড্রেসিংরুম সত্বেও কিছুতেই সাফল্য ধরা দেয় না আরসিবি শিবিরে। তবে এবার সব অদল বদল হয়ে গিয়েছে শুরু থেকেই। টানা জিতছে বিরাটের বেঙ্গালুরু। লেডি লাক! আবার কেউ কেউ বলছেন, জুনিয়র কোহলি আসছে বলেই বিরাটের আইপিএল জীবনের প্লট পরিবর্তন হয়েছে।
আইপিএল শুরুর আগেই বিরাট কোহলির সঙ্গে দুবাই পৌঁছেছিলেন অনুষ্কা শর্মা। আইপিএল শুরু হওয়ার কিছুদিন আগেই বিরুষ্কা সুখবর দিয়েছিলেন। জানিয়েছিলেন, আগামী জানুয়ারি মাসেই তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। অনুষ্কা এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তবে এতদিন তিনি আইপিএলের কোনও ম্যাচে স্ট্যান্ডে ছিলেন না। এদিন অবশ্য আরসিবি ম্যাচ দেখতে গিয়েছিলেন আনুষ্কা শর্মা। বিরাট কোহলি অপরাজিত ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর হাসি আর হাততালিতে মেতে ওঠেন অনুষ্কা। তারপরই আবেগে ভেসে বিরাটের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুঁড়ে দেন। দুবাইয়ের আইপিএল জমজমাট।
আরও পড়ুন– শেষ বলেও টানটান নাটক, ভাগ্য সঙ্গ দিল না পঞ্জাবের, ২ রানে জিতল KKR
What a picture, What a moment.!! Virat Kohli & Anushka Sharma !! pic.twitter.com/50deNd1djS
— CricketMAN2 (@man4_cricket) October 10, 2020
এর আগেও একটি ছবি দেখা গিয়েছে। বিরাট কোহলি দেশের জার্সি গায়ে সেঞ্চুরি করেছেন। স্ট্যান্ড থেকে অনুষ্কা ছুঁড়ে দিয়েছেন ফ্লাইং কিস। তবে তখন পরিস্থিতি আলাদা ছিল। অনুষ্কা তখনও মিসেস কোহলি হয়ে ওঠেননি। এখনকার পরিস্থিতি একেবারে আলাদা। অনুষ্কা এখন বিরাট কোহলির স্ত্রী। তার ওপর আবার সন্তানের হবু মা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post