নিউজ ডেস্ক : রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। কিন্তু তার আগেই তুমুল অশান্তি ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার সাতশতমালে। তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে রাতভর বোমাবাজি চলে বলে অভিযোগ। খবর পেয়ে শুক্রবার রাত প্রায় দেড়টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ। গণ্ডগোল থামাতে গিয়ে পুলিশের সামনেই বোমা ফাটে। জখম হন পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী সহ ২ পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
Discussion about this post