নিউজ ডেস্ক : দেশে ফের লাগামছাড়াভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। আগঃর মতো লকডাউন হলে সাধারণ মানুষের জীবনে ঘোর অন্ধকার নেমে আসবে। কিন্তু দেশে যাতে সেই পরিস্থিতি তৈরি না হয়, তাই এখন থেকেই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। দেশের ও দশের কথা ভেবে সব রাজ্যেই দোল-হোলি, সবে-বরাত, বিহু, ইস্টার ও ইদ উপলক্ষে প্রকাশ্যে জনসমাগমে আবারও নিষেধাজ্ঞা জারি করা হল। ইতিমধ্যেই এ নিয়ে সুপারিশ জানিয়ে রাজ্য প্রশাসনকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল বলেন, ‘গত অক্টোবরে পুজোর মরসুমের পরে নভেম্বরে এক ধাক্কায় সংক্রমণ বৃদ্ধি পায়। সামনেই হোলি-সবে-বরাত, বিহু-ইদ রয়েছে। সে সময়ে যাতে জনসমাগমের কারণে করোনা নতুন করে না-ছড়ায়, তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। উৎসব পালনের জন্য ভবিষ্যতে অনেক সময় পাওয়া যাবে। আপাতত সংক্রমণ রোখা বেশি জরুরি।’
Discussion about this post