অভ্রদ্বীপ দাস : রাজ্যজুড়ে ভোটের বাদ্যি বেজেছে। প্রচারের মঞ্চে নরমে গরমে যুদ্ধ চলছে TMC-BJP-র। তারই মাঝে রবিবার গঙ্গাবঙ্গে আয়োজিত দোল উৎসবে দেখা গেল একেবারে অন্য ছবি। সেখানে একসঙ্গে লেন্সবন্দি হলেন বিজেপির তিন তারকা প্রার্থী পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, আর সঙ্গে তৃণমূল নেতা মদন মিত্র। দেখা গিয়েছে সদ্য তৃণমূলে যোগদানকারী অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকেও। আর এটাই এখন নেটদুনিয়ার মূল আলোচ্য বিষয়। এমন ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। যিনি কিনা আবার বহু আগে থেকেই বিজেপিতে রয়েছেন। নিজের দলেরই ৩ তারকা প্রার্থীকে একহাত নিয়েছেন রূপাঞ্জনা।
Discussion about this post