একদিকে স্বাস্থ্যকর্মী, অপরদিকে লেখিকা নাসরিন নাজমা।
নিউস ডেস্ক : “যে রাঁধে সে চুলও বাঁধে” এইরকম প্রমাণ সমাজের অনেক ক্ষেত্রেই রয়েছে ।তারই এক প্রকৃত উদাহরণ একদিকে স্বাস্থ্যকর্মী, অপরদিকে লেখিকা নাসরিন নাজমা।
ছেলেবেলা থেকেই লেখা-লেখির অভ্যাস থাকলেও নিজের পড়াশোনার দিকে মনোযোগ ছিল প্রতিনিয়ত। জন্মসূত্রে, মুর্শিদাবাদ এর মেয়ে এই কোভিড যোদ্ধা কর্মসূত্রে এখন কলকাতা নিবাসী । এই অতিমারির পরিস্থিতিতে নিজের অভিজ্ঞতার প্রেক্ষিতে লেখা “কথা হারানোর জার্নাল” নামে বইটি প্রকাশ করলেন কলকাতা প্রেস ক্লাবে।
লেখিকা নাসরিন নাজমার একটি কবিতার বই “গোঁধূলির গ্রামোফোন” নামে দু’বছর আগে বেশ জনপ্রিয়তা পায়।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রধান প্রেস সচিব ডা: মোফাককারুল ইকবাল ,আবৃত্তিকার পল্লব কীর্ত্তনীয়া,বিশিষ্ট কবি দেবাশীষ চন্দ প্রমুখ