নিউজ ডেস্ক : দীর্ঘ প্রায় সাত মাস কারোও সঙ্গে দেখা সাক্ষাত নেই। নিরিবিলিতে গল্পগুজব ছাড়াই দিন কেটেছে ওদের। তাই সকলের সঙ্গে হইচই করতে ব্যস্ত হয়ে ওটাটাই স্বাভাবিকভা। আজ সেই অপেক্ষার অবসান হল। খুলে গেল কলকাতার আলিপুর চিড়িয়াখানার দরজা। অবশ্য মুখ্যমন্ত্রী দিন কয়েক আগেই জানিয়েছিলেন অক্টোবর মাসের প্রথম দিকেই খুলে যাবে রাজ্যের সব দ্রষ্টব্য স্থান, পার্ক, সিনেমাহল।
আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিষ সামন্ত এদিন জানান, “চিড়িয়াখানায় স্নেহাশিস নামে যে রয়্যাল বেঙ্গলটি রয়েছে, অনেকদিন বেশি মানুষ না দেখার অভ্যাসে একদিন আমার ওপরেই মেজাজ দেখিয়ে ফেলেছিল।” পশুপাখিরা এতদিন পর কে কীভাবে নতুন পরিস্থিতির মধ্যে আচরণ করে, তা দেখতে প্রথম দিনটা সিসিটিভির নজরে রাখা হবে চিড়িয়াখানাবাসীদের। এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।
এর পাশাপাশি করোনা মোকাবিলায় চিড়িয়াখানায় আসা দর্শকদের জন্যও একাধিক বিধিনিষেধ গ্রহন করা হয়েছে। মূল গেটে থাকবে স্যানিটাইজার টানেল। ভেতরে প্রবেশের পর নির্দিষ্ট দূরত্ব রেখে দাঁড়াতে হবে দর্শকদের। থুতু বা পানের পিক ফেলা শাস্তিযোগ্য অপরাধ। পানীয় জল বাড়ি থেকে আনতে হবে। তবে কোনও খাবার নিয়ে ঢোকা যাবে না চিড়িয়াখানায়।।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post