দেবশ্রী মুখার্জী : বনেদি পরিবারের পুজো মানেই ঐতিহ্য ও পরম্পরার এক অবিশ্বাস্য মেলবন্ধন। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম অবধি বয়ে চলা প্রথা যার সাবেকিয়ানা ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। আর সেই প্রসঙ্গে প্রথমেই মনে আসে এমনি এক বনেদি পরিবারের পুজোর কথা যে পুজোর প্রথা ও ধরন বড়ই অনন্য। হ্যাঁ,চার শতকের অধিক কাল ধরে হয়ে আসা সাটিনন্দীর বনেদি নাগ পরিবারের হরগৌরি পুজো যে পুজোর প্রথা, ঐতিহ্য ও সাবেকিয়ানা আজও স্বমহিমায় উজ্জ্বল।
শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও এই হরগৌরি পুজো আজও কালের অতলে বিলীন না হয়ে সামাজিক গৌরবে উজ্জ্বল।নাগ পরিবারের এই পুজোর বৈশিষ্ট্য হল মা এখানে হরগৌরি রূপে পূজিত হন। সাবেকিয়ানা বজায় রেখে প্রতিবছর জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয় এই পুজো। পরিবারের সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ , হরগৌরি পুজোকে ঘিরে সমান উদ্দীপনা দেখা যায় সকলের মধ্যে।জানা যায় নাগ পরিবারের সংগ্রহে আছে চন্দ্রগুপ্তের আমলের এক মুদ্রা। নিয়মানুসারে প্রথমে মু্দ্রার পুজো হয় এবং তারপর দেবীর আরাধনার সূচনা হয়। পারিবারিক সূত্রে জানা যায় এই পরিবারের পূর্বপুরুষেরা রাজবাড়িতে মশলা ও পুজোর বাসন সামগ্রী সরবরাহ করতেন। অর্থাৎ নাগ পরিবারের পুজোর সাথে জড়িয়ে রয়েছে তৎকালীন রাজ পরিবারের যোগসূত্র। প্রতিবছরের মতো তাই এই বছর ও শুরু হয়ে গেছে পুজোর দিন গোনা। সাথে সাথে চলছে আনন্দ উৎযাপনের প্রস্তুতি পর্ব। উৎসবের আনন্দ আয়োজনে আবার ও মিলিত হয়েছে সমগ্র পরিবার।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post