প্রতীকী ছবি
নিউজ ডেস্ক : আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরই শুরু হবে বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব। কিন্তু এবছর করোনা জেরে পুজোর আনন্দ যে অনেকাংশেই ম্লান হবে সেবিষয়ে কোনও সন্দেহ নেই। করোনা মোকাবিলায় এক নয়া গাইডলাইন প্রকাশ করা হল কেন্দ্রের পক্ষ থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর তরফ থেকে জারি করা ওই নতুন গাইডলাইনে বলা হয়েছে, কনটেইনমেন্ট জোনে প্রকাশ্যে দুর্গোৎসব পালন করা যাবে না। কনটেইনমেন্ট জোনের বাসিন্দারা নিজেদের বাড়িতেই দুর্গাপুজো করতে পারেন।
পাশাপাশি করোনা সংক্রমণ এড়াতে দুর্গাপুজোর সময় সামাজিক দূরত্ব বিধি এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক জমায়েত বা অনুষ্ঠান পালন করার নির্দেশ দিল কেন্দ্র।
Discussion about this post