পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ (অসম) : প্রতি বছরের ন্যায় এ বছরও ১৬ নভেম্বর করিমগঞ্জের জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপনায় রবীন্দ্রসদন মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহে করিমগঞ্জ জেলায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷
রবীন্দ্রসদন মহাবিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন করিমগঞ্জের প্রবীণ নাগরিক সতু রায়৷ আমন্ত্রিত বক্তা হিসেবে ছিলেন করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. রাধিকা রঞ্জন চক্রবর্তী, সহযোগী কলেজের অধ্যক্ষ ড. অশোক দাস, কলেজের MCOM বিভাগের অধ্যাপক ড. হোসেন মোহাম্মদ বজলুন নূর, প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেবনাথ, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সম্পাদক চন্দন কুমার রায়, করিমগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক অসীম দেব৷
জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত বক্তাদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়৷ তারপর প্রদীপ প্রজ্বলন ও রাজ্যিক জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷ স্বাগত ভাষণ রাখেন তথ্য ও জনসংযোগ আধিকারিক বহ্নিকা চেতিয়া৷
Press Council of India থেকে নির্ধারিত করা আলোচ্য বিষয় ছিল ‘জাতি গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা’৷ আমন্ত্রিত বক্তারা বিশদ আলোচনা করেন৷ এ দিনের অনুষ্ঠানে জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিকের পক্ষ থেকে জেলার প্রতিটি প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক সহ Print & Electronic Media-র সাংবাদিকদের মানপত্র-উত্তরীয় ইত্যাদি দিয়ে সংবর্ধনা জানানো হয়৷ এদিন, প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেবনাথ-র লেখা বাউল গীতির উপর একটি বইয়ের উন্মোচন করা হয়৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post