
নিউজ ডেস্ক : ফের রাজ্যের আরও এক মন্ত্রীর ওপর থাবা বসাল করোনা। এই মারন ভাইরাসে আক্রান্ত হলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তিনি হঠাৎই অসুস্থ বোধ করেন এবং সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসার পর করোনা পরীক্ষা করানো হয়। ওই রাতেই রিপোর্ট আসতেই দেখা যায় করোনা আক্রান্ত তিনি। এরপরই তাঁকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে।
Discussion about this post