সুরভিতা রায় ;_ মানুষের অসচেতনতা ও করোনা কে তোয়াক্কা না করায়, ক্রমশ বেড়ে চলেছে করোনা সংক্রমণ ,যার জেরে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত লক্ষাধিক মানুষ ।করোনার দ্বিতীয় ঢেউ যে আছড়ে পড়েছে তা ঘোষণা করেছে স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু সংক্রমনের এই বাড়বাড়ন্ত ভাইরাসের নয়া পরিবর্তনের কারণে হচ্ছে কিনা তা এখনো স্পষ্ট নয়! নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১১৫,৭৩৬ জন, যার মধ্যে ৫৫,০০০জন মহারাষ্ট্রের, পশ্চিমবঙ্গে ২০০০ এর বেশি। ঠিক কি কি উপসর্গ দেখা যাচ্ছে দ্বিতীয় ঢেউয়ে?? ১) আগের মতোই জ্বর আসছে ,স্বাদ _গন্ধের পরিবর্তন হচ্ছে ,শ্বাস কষ্ট হচ্ছে। কিন্তু এছাড়া ও নতুন কিছু উপসর্গ যেমন_ ২) চীনে করা একটি সমীক্ষা অনুসারে গোলাপী চোখ বা কনজাংটিভাইটিস হলো কোভিড সংক্রমণের নতুন উপসর্গ । ৩) শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে,৫৬ জনের মধ্যে সমীক্ষা করা হয়,যার মধ্যে ২৪ জন শ্রবণ ক্ষমতা হারিয়েছে। ৪) গবেষকরা জানিয়েছেন হজমশক্তিরক্ষতিকরছে ,ডায়ারিয়া , বমি বমি ভাব,পেটের ব্যাথা দেখা দিচ্ছে। আপনি কি হজমের সমস্যায় ভোগেন , করোনা পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
Discussion about this post