করোনা রোজগার কেড়েছে, আত্মঘাতী ট্রেনের হকার
নিউজ ডেস্ক : করোনার জেরে জারি লকডাউনের ফলে অসংখ্য মানুষ কাজকর্ম হারিয়েছেন। পরিবার নিয়ে চরম দুরাবস্থা বিশেষ করে দিন আনা দিন খাওয়া মানুষদের। পেটের জ্বালা মেটাতে না আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বহু মানুষ। ফের এই ঘটনা ঘটল। মানসিক অবসাদে আত্মঘাতী হলেন তপন দত্ত (৭২)। হুগলির রিষড়ার বাসিন্দা ওই বৃদ্ধ পেশায় ট্রেনের এক হকার। জানা গেছে, পূর্ব রেলের হাওড়া শাখার ট্রেনে নিয়মিত বাদামচাক বেচতেন তিনি। কিন্তু লকডাউনের কারণে রোজগার বন্ধ হয়ে যায়। একেই দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন । তার ওপর রোজগার না থাকায় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের দাবি। অবশেষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বৃদ্ধ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে পুলিশ।
প্রতীকী ছবি