নিউজ ডেস্ক : ‘কর্ম সাথী প্রকল্প’, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচলিত একটি প্রকল্প, যা সফলভাবে প্রয়োগের মাধ্যমে সরকার বেকারদের স্বাবলম্বী করে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ প্রদান করবে। পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েত এলাকাজুড়ে শুক্রবার শুরু হল ‘কর্ম সাথী প্রকল্প’র প্রচার অভিযান। এই অভিযানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি নবকুমার কর, কালনা ১ ব্লকের এসটি এসসি সেলের সভাপতি সঞ্জিত সেন, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ রঞ্জিত দেবনাথ, ব্লকের যুবর সহ-সভাপতি বাসুদেব বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন সমুদ্রগড় পঞ্চায়েতের এসসি.এসটি এলাকায় প্রতিটি বাড়ি ঘুরে মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন পূর্বস্থলী ১ ব্লকের এসসি.এসটির ব্লক সভাপতি অলক বিশ্বাস। এছাড়াও এদিন দিদিকে বলো লেখা ফোন নাম্বার দেওয়া কার্ড মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে সমস্যা জর্জরিত মানুষেরা তাঁদের অভাব-অভিযোগের কথা জানাতে পারেন। পাশাপাশি ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে তপশিলি সংলাপের প্রচার করা হয় এদিন।
Discussion about this post