ডাঃ তারক মজুমদারঃ- মধ্যম গ্রামের “কলম সৈনিক সাহিত্য ফোরাম ”এর তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান সহ বিদ্যাসাগরের জন্মদিন পালন ও মনোজ্ঞ সাহিত্যানুষ্ঠান হয়েগেলো সংগঠনের কর্ণধার দেব দত্তের আবাসনে ২৭শে সেপ্টেম্বর বিকাল ৫টায়।
স্বরচিত কবিতা পাঠে উল্লেখযোগ্য কবিদের মধ্যে ছিলেন সোমা মুখোপাধ্যায় অপর্ণা পাত্র সুমাল্য মৈত্র কার্ত্তিক আচার্য দেব দত্ত সুমনা নাগ আনন্দ মল্লিক বিধায়ক ভট্টাচার্য কার্ত্তিক দাস।
এছাড়াও যাঁদের উজ্জ্বল উপস্হিতি অনুষ্ঠান কে আরো সমৃদ্ধ করেছে, তাঁরা হলেন রাজু সান্যাল সুনীতা মন্ডল ইন্দ্রানী সেনগুপ্ত সুমন্ত ভৌমিক নরেন মিত্র অনন্যা দত্ত অলোক ঘোষাল ঈপ্সা ঘোষাল মুকুলদেব ঠাকুর প্রদীপ বড়াল গোপাল দাস তৃপ্তী ভট্টাচার্য জ্যোতি প্রকাশ রায় সুমিত্রা সেনগুপ্ত সৌরভ চৌধুরী সহ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে নয় জন কবি সাহিত্যিক কে সম্বর্ধনা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুমাল্য মৈত্র।
Discussion about this post