নিউজ ডেস্ক : দলের দিন সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি হাসপাতালে। মারা যান দুইজন রোগী। রবিবার সকাল আটটা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কানপুরের এলপিএস ইন্সটিটিউট অব কার্ডিওলজিতে। জানা গেছে, এদিন সকালে আচমকাই এই হাসপাতালে আগুন ধরে যায়। সে সময় হাসপাতালে ভর্তি ছিলেন কমপক্ষে ১৪৬ জন। আগুন ছড়িয়ে পড়ায় তড়িঘড়ি রোগীদের বের করে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। দমকলকর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
প্রতীকী ছবি
Discussion about this post