নিউজ ডেস্ক : এটিএম থেকে টাকা বেরনোর মতো এখন পাওয়া যাচ্ছে দুধও। অভিনব এই কর্মকাণ্ড তেলেঙ্গানার। মেটপল্লি শহরে জাক্কা সুভাষ নামের এক যুবক নিজের উদ্যোগে স্থানীয় বাজারে এই এটিএম বসিয়ে সাধারন মানুষের নজর কেড়েছেন। এই ব্যবস্থার নাম দিয়েছেন ‘কামধেনু’।
এ বিষয়ে সুভাষ জানান, এক লিটার দুধের দাম ধার্য করা হয়েছে ৬০ টাকা। এই এটিএম এ গিয়ে টাকা ঢোকানোর জায়গায় নোট বা কয়েন দিলেই এটিএম এর ভিতরে থাকা স্ক্যানার সেটিতে স্ক্যান করবে। এরপর সিস্টেম জানিয়ে দেবে নির্দিষ্ট পরিমাণ দুধ দিতে। দিল্লির একটি সংস্থার মাধ্যমে প্রায় আড়াই লাখ টাকা খরচ করে তৈরি এই এটিএম চব্বিশ ঘন্টায় এই পরিষেবার ব্যবস্থা রয়েছে। আর সেই কারনে একটি ফ্রিজারেরও ব্যবস্থা করা হয়েছে। এলাকায় বেশ সাড়া ফেলেছে এই উদ্যোগ।
Discussion about this post