নিউজ ডেস্ক : এটিএম থেকে টাকা বেরনোর মতো এখন পাওয়া যাচ্ছে দুধও। অভিনব এই কর্মকাণ্ড তেলেঙ্গানার। মেটপল্লি শহরে জাক্কা সুভাষ নামের এক যুবক নিজের উদ্যোগে স্থানীয় বাজারে এই এটিএম বসিয়ে সাধারন মানুষের নজর কেড়েছেন। এই ব্যবস্থার নাম দিয়েছেন ‘কামধেনু’।
এ বিষয়ে সুভাষ জানান, এক লিটার দুধের দাম ধার্য করা হয়েছে ৬০ টাকা। এই এটিএম এ গিয়ে টাকা ঢোকানোর জায়গায় নোট বা কয়েন দিলেই এটিএম এর ভিতরে থাকা স্ক্যানার সেটিতে স্ক্যান করবে। এরপর সিস্টেম জানিয়ে দেবে নির্দিষ্ট পরিমাণ দুধ দিতে। দিল্লির একটি সংস্থার মাধ্যমে প্রায় আড়াই লাখ টাকা খরচ করে তৈরি এই এটিএম চব্বিশ ঘন্টায় এই পরিষেবার ব্যবস্থা রয়েছে। আর সেই কারনে একটি ফ্রিজারেরও ব্যবস্থা করা হয়েছে। এলাকায় বেশ সাড়া ফেলেছে এই উদ্যোগ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।