নিউজ ডেস্ক : শনিবার বঙ্গে পঞ্চম দফার ভোট শুরু চলছে। এদিন ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পরই কামারহাটিতে বিজেপির এজেন্টের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কামারহাটির ১০৭ নম্বর বুথে। জানা গিয়েছে যে, আচমকা অসুস্থ বোধ করেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট অভিজিৎ সামন্ত। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেজর হার্ট অ্যাটাকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যদিও বিজেপির অভিযোগ, অসুস্থ হয়ে পড়লেও তাদের এজেন্ট অভিজিৎ সামন্তকে কোনওরকম সাহায্য করা হয়নি। বিস্তারিত জানতে চেয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
Discussion about this post