কৃষি বিল ২০২০ সমর্থনে দিনহাটায় মিছিল করল ভারতীয় জনতা পার্টি। রবিবার দিনহাটা স্টেশন থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি শহর পরিক্রমা করে। মিছিল থেকেই রাজ্য সরকারকে একাধিক ভাষায় তিরস্কার করে স্লোগান দিতে থাকে বিজেপির নেতা কর্মীরা। হাতে দলীয় পতাকা নিয়ে মিছিলে শামিল হয় তারা। মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি সকল মানুষকে কৃষি আইনের সমর্থন করার আহ্বান জানান বিজেপি নেতৃত্ব। অসংখ্য লোক মিছিলে পা মিলিয়েছে । উপস্থিত ছিলেন নিশিথ প্রামাণিক ও সুধাংশু রায়, দীপ্তিমান সেনগুপ্ত, অমিত সরকার, বিনয় রায় সরকার সহ অন্যান্য নেতা, কর্মী ও সমর্থক।
সাংসদ নিশীথ প্রামাণিক জানান, দীর্ঘদিন ধরে কৃষকরা যে স্বাধীনতার আনন্দ পেতে চেয়েছিল। ঠিক তাদের কথা ভেবে ভারতবর্ষের পার্লামেন্টে কৃষকদের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক যে বিল সেই বিল পাস হয়েছে। এর ফলে উপকৃত হবে কৃষকরা। তারই সমর্থনে আজকের এই মহা মিছিল।
Discussion about this post