কৃষি বিল ২০২০ সমর্থনে দিনহাটায় মিছিল করল ভারতীয় জনতা পার্টি। রবিবার দিনহাটা স্টেশন থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি শহর পরিক্রমা করে। মিছিল থেকেই রাজ্য সরকারকে একাধিক ভাষায় তিরস্কার করে স্লোগান দিতে থাকে বিজেপির নেতা কর্মীরা। হাতে দলীয় পতাকা নিয়ে মিছিলে শামিল হয় তারা। মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি সকল মানুষকে কৃষি আইনের সমর্থন করার আহ্বান জানান বিজেপি নেতৃত্ব। অসংখ্য লোক মিছিলে পা মিলিয়েছে । উপস্থিত ছিলেন নিশিথ প্রামাণিক ও সুধাংশু রায়, দীপ্তিমান সেনগুপ্ত, অমিত সরকার, বিনয় রায় সরকার সহ অন্যান্য নেতা, কর্মী ও সমর্থক।
সাংসদ নিশীথ প্রামাণিক জানান, দীর্ঘদিন ধরে কৃষকরা যে স্বাধীনতার আনন্দ পেতে চেয়েছিল। ঠিক তাদের কথা ভেবে ভারতবর্ষের পার্লামেন্টে কৃষকদের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক যে বিল সেই বিল পাস হয়েছে। এর ফলে উপকৃত হবে কৃষকরা। তারই সমর্থনে আজকের এই মহা মিছিল।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post