সুরশ্রী রায় চৌধুরী: আনলক ৫.০-তে সিনেমাহল খোলার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। তবে অবশ্য সেটা শর্তসাপেক্ষেই। সিনেমা হল খোলা নিয়ে কেন্দ্রের তরফে নয়া গাইডলাইন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে আগামী ১৫ অক্টোবর থেকে ৫০ শতাংশ দর্শকাসন ব্যবহার করে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স খোলা যাবে। সিনেমা হল খোলার বিষয়ে প্রয়োজনীয় SOP বা বিধিনিষেধ শীঘ্রই সিনেমা হল কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রের নতুন নির্দেশিকায় সাত মাস পর হলেও কিছুটা হলেও স্বস্থি ফিরল বিনোদন জগতে। কারণ ১৫ অক্টোবর থেকে করোনা বিধি মেনে খোলা যাবে সিনেমা হল, মাল্টিপ্লেক্স ও থিয়েটার। তবে ওইসব সিনেমা হল বা মাল্টিপ্লেক্স হতে হবে কনটেনমেন্ট জোনের বাইরে। দেশে সাড়ে নয় হাজার সিনেমা হল থেকে আয় হয় ৩০ কোটি টাকা। সেসব গত কয়েকমাস ধরে বন্ধ। একথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ১ অক্টোবর থেকে সিনেমা হল খোলার কথা বলেছিলেন। তবে তা করতে হবে করোনা স্বাস্থ্য বিধি মেনে।
একইসঙ্গে খেলোয়াড়দের ট্রেনিংয়ের জন্য খুলে দেওয়া হচ্ছে সুইমিং পুল। খুলছে বিনোদন পার্ক, বিজনেজ সংক্রান্ত প্রদর্শনী করারও অনুমতি দেওয়া হয়েছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post