নিজস্ব প্রতিবেদন : রণবীর কাপুরের সঙ্গে কবে সাতপাকে বাঁধা পড়ছেন আলিয়া ভাট! যা নিয়ে ইতিমধ্যেই সরগরম বলিউড (Bollywood)। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন আলিয়া ভাট।
একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে আলিয়া ভাট (Alia Bhatt) বলেন, কেন তাঁর বিয়ের বিষয়ে সবাই এত প্রশ্ন করছেন? তিনি অবশ্যই বিয়ে করবেন কিন্তু কবে করবেন, সে বিষয়ে এখনও কিছু বলতে পারছেন না। তিনি মাত্র ২৫-এর। তাই এত তাড়াতাড়ি কেন বিয়ে করবেন বলেও প্রশ্ন তোলেন আলিয়া ভাট।
আরও পড়ুন : এবার Priyanka-র সম্পর্কে মুখ খুললেন Nick-এর বাবা, দেখুন কী বললেন
ঋষি কাপুরের মৃত্যুর আগে থেকেই রণবীর কাপুর(Ranbir Kapoor) এব আলিয়া ভাটের বিয়ে নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। রণবীর, আলিয়া কবে বিয়ে করবেন, তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে। দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে কথাবার্তা এগিয়ে গেলেও, আচমকাই ঋষি কাপুরের মৃত্যুর জেরে সমস্ত পরিকল্পনা আর সম্পূর্ণ হয়নি। আটকে যায় আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়ের সমস্ত পরিকল্পনা।
আরও পড়ুন : Bollywood :বিয়ের আগের অনুষ্ঠানে জোরদার নাচ Gauahar Khan এর, ভাইরাল হল ভিডিয়ো
এসবের মাঝেই ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিং শেষ করেন আলিয়া ভাট, রণবীর কাপুর। বর্তমানে গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শ্যুটিং শুরু করেছেন আলিয়া। সঞ্জয় লীলা বনশালির ওই সিনেমা নিয়ে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন আলিয়া। অন্যদিকে রণবীর শেষ করে ফেলেছেন শামসেরার শ্যুটিং। সবকিছু মিলিয়ে বর্তমানে বেজায় ব্যস্ত রণবীর-আলিয়া।
আলিয়া বলেন, ২০২১ সালে হয়ত তাঁরা বিয়ে করতে পারেন তবে এখনও কিছু নির্দিষ্ট হয়নি। পাশাপাশি রণবীর এবং তিনি নিজেদের কাজ নিয়ে এত ব্যস্ত যে সংসার পাতানোর কথা এই মুহূর্তে তাঁরা ভাবতেই পারছেন না। নিজেদের কাজের জন্যই বিয়ের পরিকল্পনা তাঁরা পিছিয়ে দিয়েছেন বলে জানান আলিয়া ভাট।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post