নিউজ ডেস্ক : সোনার দোকানের ভিতর ঢুকে গুলি করে দোকানের মালিককে খুনের ঘটনায় অগ্নিকাণ্ড পরিস্থিতি তৈরি হল এলাকায়। মৃতের নাম প্রাণতোষ সাহা(৩২)।বুধবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে কোচবিহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। স্থানীয়রা জানান, মুখে কালো কাপড় ঢাকা ২ দুষ্কৃতী বাইকে চেপে এসে দোকানে ঢুকে গুলি করে তাঁকে। দুষ্কৃতীরা পালানোর সময়ও স্থানীয়দের লক্ষ্য করে গুলি চালায় হয় বলে অভিযোগ। ঘটনার দেড় ঘণ্টা পরে পুলিশ আসায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ফলে রাস্তায় আগুন জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ।
এ বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দেবাশীষ ধর বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে মৃত ব্যক্তি সোনা ও সুদের কারবার করতেন। ফলে ব্যক্তিগত শত্রুতার বিষয় উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্ত করে দেখা হচ্ছে।’ এদিকে ভোট আবহে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post