নিউজ ডেস্ক :আসছে পুজো।আর পুজো মানেই নতুন পোশাক আর গহনা।সেই উপলক্ষ্যে ক্যামেলিয়া বুটিক ও ঝর্ণাস ক্রিয়েশন নিয়ে এল পুজোর ফ্যাশন।অনলাইন ডিজিটাল অংশিদার ডিডি হিন্দুস্থানের সহযোগিতায় ও ইনার আই এর জনসংযোগে আয়োজিত হল এই উপস্থাপনা।চিত্র সৌজন্যে ছিলেন স্বপন ও নীলাঞ্জনা।মেকাপ রঞ্জন, হেয়ার পিঙ্কি।পেশাদার মডেল হিসাবে ছিলেন অর্পিতা পাল, অর্পিতা চ্যাটার্জ্জী, প্রিয়াঙ্কা, চয়ন।নবাগত মডেল হিসাবে ছিলেন সিন্থিয়া, লাবনী, সঞ্চিতা, স্বস্তিকা, ঈশিকা, মণিকা, সঞ্জনা ও রাজ।এছাড়াও ছিলেন রূপান্তরকামী আইনজীবি মেঘ সায়ন্তনী ও কোরোনা যোদ্ধা রেশমা।
আরও পড়ুন মহারাষ্ট্র সরকারের মন্ত্রী যশোমতী ঠাকুরকে তিন মাস কারাদণ্ডের ঘোষণা আদালতের
বুটিকের এই পুজোর ফ্যাশন নিয়ে কর্ণধার ঝর্ণা জানালেন “এতদিন এই কোরোনা আবহে বাড়িতে বসে থেকে যখন সময় কাটতে চাইছিল না তখন নতুন নতুন ডিজাইন নিয়ে অনেক পরীক্ষা করেছি।চিকন ও জারদৌসী কাজের উপরও জোর দিয়েছিলাম।সবটাই পুজোর কথা মাথায় রেখে।সাধারন শাড়িকেও কিভাবে সুন্দর করে তোলা যায় বা বাঙালীর চিরাচরিত শাড়িকে নতুনভাবে কিভাবে ডিজাইন করা যায় তা ভেবছি।আজ সত্যি ভালো লাগছে এইভাবে সবাইকে সাজিয়ে তুলতে পেরে।সকলের সহযোগিতায় এটা সম্ভব হল।এটা আরও ভালো কাজ ডিজাইন সৃষ্টি করতে, সবাইকে সাজিয়ে তুলতে আমাকে উৎসাহিত করবে”।এই বুটিকে বাঙালীর চিরাচরিত শাড়ি ছাড়াও পাওয়া যাবে এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ির কালেকশন, কুর্তি, স্কার্ট, চিকন, জারদৌসি, পাঞ্জাবী, টি শার্টের কালেকশন।
আরও পড়ুন বলিউডের সঙ্গে যুক্ত শ্রমিকরা কেন অস্বাস্থ্যকর পরিবেশে থাকবেন! প্রশ্ন কঙ্গনার

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post