মহম্মদ নাজিম আক্তার,মালদা,১১অক্টোবর : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা শুরু হতে হাতেগোনা মাত্র কয়েকটা দিন বাকি। কোভিড পরিস্থিতিতে দুর্গাপূজা উপলক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলার ক্লাব গুলিতে আর্থিক অনুদান দেওয়া শুরু হলো।
রবিবার মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ৫৭টি ক্লাবকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এদিন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস হরিশ্চন্দ্রপুর এলাকার ৫৭ টি ক্লাব কর্তৃপক্ষকে ৫০০০০ টাকার চেক তুলে দেন।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানার আধিকারিক সহ এলাকার একাধিক ক্লাবের সদস্যরা। সরকারি পক্ষ থেকে আর্থিক অনুদান পাওয়ায় ক্লাব কর্তৃপক্ষরা ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন ক্লাব কর্তৃপক্ষ গুলোর কাছ থেকে জানা যায় করোনা পরিস্থিতির মধ্যে সরকারি সকল প্রকার নির্দেশিকাকে মান্যতা দিয়ে পূজা অনুষ্ঠান আয়োজিত হবে।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস বলেন,”আজ হরিশ্চন্দ্রপুর ১ এবং ২ নং ব্লকের মোট ৫৭ টি ক্লাবের হাতে চেক তুলে দেওয়া হল। করোনা পরিস্থিতিতে যাতে সব ক্লাব পুজো ঠিকভাবে করতে পারে তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। সকলকে সরকারি নির্দেশিকা এবং স্বাস্থ্যবিধি মেনে পুজো করতে হবে। যাতে জমায়েত বেশি না হয় তাই খোলামেলা প্যান্ডেল করতে হবে। মাক্স এবং স্যানিটাইজার এর ব্যবহার অতি আবশ্যক। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ”
পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের সদস্য রণবীর দাস বলেন,”থানার পক্ষ থেকে আজ পূজো কমিটিগুলোর হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল।এবারের করোনা পরিস্থিতিতে এই অনুদান প্রত্যেক ক্লাবের খুব কাজে লাগবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।”
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গত ২ বছর ধরে পশ্চিমবঙ্গের দুর্গাপূজা কমিটি এবং ক্লাবগুলোকে আর্থিক অনুদান দিয়ে সহায়তা করছেন। গতবছর বাংলার প্রত্যেক পুজো কমিটিকে কুড়ি হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এবছর সেই অনুদান বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। কারণ করোনা পরিস্থিতির ফলে আর্থিক অবস্থা সঙ্কটজনক। তাই মুখ্যমন্ত্রী বলেছিলেন এই অবস্থায় বাংলার কোন পুজো যাতে বন্ধ না হয় তার জন্য তিনি অনুদান বাড়িয়ে দিলেন। পশ্চিমবাংলার প্রত্যেকটা থানা থেকে সংশ্লিষ্ট থানার অন্তর্গত পুজো কমিটির হাতে চেক তুলে দেয়া হচ্ছে আজ থেকে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post