নিউজ ডেস্ক : সামান্য বৃষ্টিই যথেষ্ট। তাতেই ঘর-বাড়ি উঠোনের রূপ বদলে ছোটখাটো পুকুর হয়ে ওঠে। গত ১৫ বছর ধরে এই অস্বাস্থ্যকর নরক যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত জালুইডাঙা ও গৌরাঙ্গ পাড়া সংলগ্ন এলাকার ১২০ টি পরিবার। নিকাশি নালার সমস্যার কথা পঞ্চায়েতকে বহুবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

STKK রোডের ওপর তৈরি হওয়া কালভাটের এক অংশ বুজে গিয়ে এই সমস্যা তৈরি হচ্ছে। দীর্ঘ পনেরো বছর ধরে কালভার্ট না থাকার জন্য সমস্যায় ভুগছেন স্থানীয় মানুষেরা। তবে কালভার্ট তৈরি হলেও সেটিও বুঝে গিয়েছে একধারে। যার ফলে এ বছর সেই একই সমস্যায় দিন কাটাতে হচ্ছে তাদের। কারো ঘরের মধ্যে এক হাঁটু জল, কারও বাড়ির উঠোনে এক হাঁটু জল। শুধু তাই নয়, ঘরের মধ্যে অবাধ প্রবেশ ঘটে সাপ, ব্যাঙের মতো প্রতিবেশীদের। চরম আতঙ্কে দিন কাটান স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই পুকুরের চেহারা নেয় বাড়ি ঘরদোর।
একেই করোনার দাপটে জেরবার, তাঁর উপর মশা, ব্যাঙ, সাপের উপদ্রবে প্রান হাতে দিন কাটাচ্ছেন এলাকার স্থানীয় মানুষজন। অবিলম্বে এই স্থায়ী সমাধানের দাবি করেছেন গ্রামবাসী।
Discussion about this post