গঙ্গাসাগর, জয়ন্ত প্রধান: গঙ্গা সাগরের আজ সকালে টিউশন থেকে বাড়ি ফেরার পথে ‘বছর দশের তুলসী নায়ক সাগরের ধবলাট লক্ষন পরবেশ উচ্চবিদ্যালয় পঞ্চম শ্রেণীতে পড়ে’, সাগর ডাক্তার বাড়ির কাছে বেপরোয়া এক মোটরবাইক এসে ধাক্কা মারে এবং তারপর মাটিতে লুটিয়ে পড়ে তুলসী নায়ক , স্থানীয় মানুষ সাগর হাসপাতালে নিয়ে আসার পর মারা যায়। পরিবার ও স্কুলে শোকের ছায়া নেমে আসে।
Discussion about this post