নিউজ ডেস্ক : করোনা আবহেও আজ দেশজুড়ে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালিত হল গান্ধীজীর জন্ম জয়ন্তী। এদিন পূর্বস্থলী ১ ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের সোনারুদ্র গ্রামে দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সামগ্রী ছাড়াও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
‘প্রগতি স্বেচ্ছাসেবী সংস্থা’র তরফে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার পার্থ দে সহ অন্যান্য সদস্যরা। সোনারুদ্র গ্রামে আদিবাসী অধ্যুষিত এলাকায় ৬০ জন দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে খাতা ও কলম তুলে দিলেন উদ্যোক্তারা। পাশাপাশি কিডনির রোগে আক্রান্ত এক স্কুলছাত্রীকেও সংস্থার পক্ষ থেকে অর্থ সাহায্য প্রদান করা হয়।
Discussion about this post