নিজস্ব প্রতিবেদন : ছবির ট্রেলারের পর এবার মুক্তি পেল অর্জুন দত্তর ছবি ‘গুলদস্তা’র গান ‘ছায়াপথ সরিয়ে’। ছবির গানে ধরা পড়ল তিন মহিলা চরিত্রের নিজ নিজ জীবনের কয়েক টুকরো মুহূর্ত। সৌম্য রীত-এর কথা ও সুরে গানটি গেয়েছেন ময়ূরী।
‘ছায়াপথ সরিয়ে’ গানের দৃশ্যে ধরা পড়ল ‘শ্রীরূপা’ (অর্পিতা চট্টোপাধ্যায়), রেণু (দেবযানী চট্টোপাধ্যায়) ও ডলি বাগরি (স্বস্তিকা মুখোপাধ্যায়) জীবনের কয়েক মুহূর্ত। গানের এই দৃশ্যগুলি থেকেই ছবির গল্পের কিছুটা হলেও ইঙ্গিত মিলল। তবে শ্রীরূপা, রেণু ও ডলি তিন মহিলার মধ্যে নিজের সাদামাটা জীবনে সবথেকে খুশি দেখাল ‘সেলস গার্ল’ ডলি বাগরিকেইও। ‘রূপ কেয়ার’-এর জিনিসপত্র বিক্রি করে, অন্যকে সাজিয়েই নিজের জীবনের সুখ খুঁজে নিতে দেখা গেল ডলিকে। পরে ডলির সঙ্গে আনন্দ খুঁজে নিতে দেখা গেল শ্রীরূপা ও রেণুকেও।
আরও পড়ুন-গুলদস্তা ট্রেলার: ‘ডলি বাগরি’র বেশে অনবদ্য স্বস্তিকা, নজর কাড়লেন দেবযানী, অর্পিতা
https://www.youtube.com/watch?v=gKD0vu_BNFo
আরও পড়ুন-‘থালাইভি’ জয়ললিতার বেশে বিধানসভা কক্ষে কঙ্গনা রানাউত
প্রসঙ্গত, ‘গুলদস্তা’ ছবিটির প্রযোজনা করেছে প্রযোজনা করেছে রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। প্রসঙ্গত ‘অব্যক্ত’র পর ‘গুলদস্তা’ অর্জুন দত্তর দ্বিতীয় ছবি। ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘গুলদস্তা’ ছবি। প্রসঙ্গত, এবছর ২৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির তবে করোনা মহামারীর কারণেই ছবির মুক্তি পিছিয়ে যায়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post