এবছরেরই মার্চের শুরুর দিকের কথা। রতন কাহারকে কৃতিত্ব না দিয়ে তাঁরই লেখা বাংলা জনপ্রিয় আঞ্চলিক গান ‘বড়লোকের বিটি লো’ নিজের ‘গেন্দা ফুল’ অ্যালবামে ব্যবহার করেন বাদশা। তা নিয়ে চরম বিতর্কের মুখে পড়তে হয় র্যাপারকে। সেসময় বাঙালি তথা বাংলার শিল্পীমহল, সংবাদমাধ্যমের কড়া নিন্দার মুখে পড়তে হয় বাদশাকে। পরবর্তীকালে মিউজিক ভিডিয়োতে বাদশা অবশ্য রতন কাহারের নাম উল্লেখ করেছিলেন। এবার পরিচালক অরিন্দম শীলের হাত ধরে এবার নতুন রূপে মুক্তি পেল ‘গেন্দা ফুল’।
Source link
Discussion about this post