সংবাদদাতা বসিরহাট :গ্রামবাসীদের বিএসএফের বিরুদ্ধে দীর্ঘদিনের হয়রানির অভিযোগে উত্তপ্ত ভারত বাংলাদেশ সীমান্ত হাসনাবাদের জালালপুর। চেক পোস্টে চেকিং-এর নামে হয়রানির অভিযোগে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় জালালপুর অস্থায়ী বিএসএফ চেকিং পোষ্টের উপর। টাকীর জালালপুর গ্রাম পেরিয়েই বিদ্যাধরী নদী যা ভারত-বাংলাদেশ সীমান্ত নির্ধারণ করে। জালালপুর গ্রামে ঢুকতেই বিএসএফ জোওয়ানদের চেকপোস্ট। সেই চেকপোস্টে জালাপুর গ্রামবাসীদের উপর বিএসএফ জোয়ানদের হয়রানির অভিযোগে উঠলো।
আরো পড়ুন: হোলি উদযাপনে বিরোধিতা করায় পাথর দিয়ে বেধড়ক মার, মৃত্যু ষাটোর্ধ্ব বৃদ্ধার
সোমবার টাকীর জালালপুর চেক পোস্টের উপর বিক্ষোভ দেখায় স্থানীয় গ্রামের মহিলারা। গ্রামবাসীদের অভিযোগ গ্রামে কোনো আত্মীয়-স্বজন আসলে তাদের দীর্ঘক্ষন অপেক্ষায় রাখা হয়। কাগজপত্র দেখাতে না পারলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় গ্রামে ঢুকতে দেওয়া হয়না বিএসএফের পক্ষ থেকে। এছাড়াও কড়াকড়ি চেকিং আত্মীয়-স্বজনরা আমাদের গ্রামে আসতে চায়না। গ্রামের ছেলেমেয়েদের সাথে বিয়ে দিতে চায়না প্রতিবেশী গ্রাম বা অন্য জায়গায় কোন আত্মীয়-স্বজন। এমনই ঘটনা ঘটেছে যে আত্মীয়-স্বজনদের চেকিং করার নামে তাদের সাথে এতটাই দুর্ব্যবহার করা হয়েছে তা দেখে বিয়ে ভেঙে গেছে অনেক পরিবারের। চেকিং পোস্ট থেকে অনেকটা দূর বর্ডারের তাই গ্রামবাসীরা চান সীমান্ত এর কাছাকাছি এই অস্থায়ী বিএসএফ ক্যাম্প করা হোক। গ্রামবাসীদের বিক্ষোভ দেখে হাসনাবাদ থানা থেকে পুলিশ প্রশাসন আসলেই তাদেরকে ঘিরে ধরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মহিলা ও পুরুষ রাও। তাদের সামনে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বিএসএফের চেকিং করা ত্রিপলের ঘরটি।
আরো পড়ুন: সল্টলেক সেন্ট্রাল পার্ক লাগোয়া বস্তিতে অগ্নিকাণ্ড, ভস্মীভূত বহু ঘর
গ্রামবাসীদের শান্ত করার জন্য পুলিশের পক্ষ থেকে বেশ কিছু সময় ধরে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করা হয়। এই হয়রানি বিষয়ে অস্বীকার করে বিএসএফের তরফ থেকে দাবি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ প্রধানমন্ত্রী যাওয়ায় বেশ কিছুদিন ধরেই সীমান্তে কড়া নজর রাখতে হয়েছে নিরাপত্তার খাতিরে। মাঝে মাঝে মহিলা পাচারকারী ও পুরুষ পাচারকারীকে হাতেনাতে অনেকবার ধরা হয়েছে এই জায়গা থেকে। তাই বিএসএফের মহিলাকর্মী দিয়েই চেকিং করানো হয় মহিলাদের। কোনরকম অসম্মান বা হয়রানি করা হয়না আমাদের তরফ থেকে। বেশ কিছু বিক্ষোভকারী আজ হঠাৎ মাত্র বিক্ষোভ দেখাতে গিয়ে এই আমাদের চেকিং পোস্টে একটি ঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post