নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান : এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় অঞ্চলের তোড়কোনা গ্রামে দানবীর রাসবিহারী ঘোষ স্মৃতি স্মরণে নতুন গ্রামীণ হাটের শুভ সূচনা হয়। বেশ কয়েকটি গ্রামের মানুষেরা নিত্য প্রয়োজনীয় কাঁচা সবজি মাছ বিভিন্ন প্রজাতির গাছের চারা সহ জিনিসপত্র কিনতে ভিড় জমায় তোড়কোনা গ্রামের রাসবিহারী ঘোষ স্মৃতি মন্দির সংলগ্ন পদ্মপুকুর পাড়ে শুভ সূচনা হওয়া গ্রামীণ হাটে। এলাকার মানুষের বহুদিনের একটা দাবি বা চাহিদা ছিল একটা হাটের। আর সেই চাহিদা বা দাবি বৃহস্পতিবার বাস্তবে রূপ পেল। এই হাটের ফলে একদিকে সাধারণ মানুষের যেমন খরচ বাঁচবে অপরদিকে সময় ও অপচয় হবে অনেক কম। সাধারণ মানুষদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সুবিধা হল অনেকটাই।
এদিন ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে হাটের শুভ উদ্বোধন করেন খন্ডঘোষ ব্লক সভাপতি মোঃ অপার্থিব ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিতকুমার বাগদি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়। সঙ্গে ছিলেন কৈয়ড় গ্রাম পঞ্চায়েত প্রধান আগমনী চক্রবর্তীর দলুই, উপপ্রধান শাজাহান মন্ডল, মেলা কমিটির সেক্রেটারি পঞ্চানন দত্ত, অঞ্চল সভাপতি মীর সফিক, রিপন মুন্সী, দিলীপ চক্রবর্তী সহ আরও অন্যান্য সকলে। হাট বসবে সপ্তাহে দুই দিন তথা বৃহস্পতিবার ও রবিবার। নতুন হাটকে কেন্দ্র করে মানুষজনের উচ্ছ্বাস ছিল তুঙ্গে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।