মহম্মদ নাজিম আক্তার, মালদা,০৭ অক্টোবর:পথশ্রী প্রকল্পের মাধ্যমে বুধবার মালদা জেলা’র চাঁচল-২ নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের হটাৎপাড়া থেকে গোবরা পর্যন্ত প্রায় ২৩৫ মিটার পাকা রাস্তা ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সদস্যা উম্মেহানা বিবি ও চাঁচল-২ নং ব্লকের ভূমি কর্মাদক্ষ আব্দুল হাই।
এদিন শিলান্যাসে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইমদাদুল হক,চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের দাপুটে নেতা মহম্মদ আলি জিন্না ও গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান সহ অন্যান্য নেতা-নেতৃত্বরা।

ভূমি কর্মাদক্ষ আবদুল হাই জানান মোট ৯৫০ মিটার কাচা রাস্তার মধ্যে ২৩৫ মিটার রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে ৯,১৭০০ হাজার টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি করা হবে।আজ তার শিলান্যাস করা হল। বাকি রাস্তার জন্য অর্থ বরাদ্দ হলে পরবর্তীকালে পাকা করা হবে।
স্থানীয় বাসিন্দা সৈয়দুর রহমান বলেন দীর্ঘ আট বছর ধরে কঙ্কালসার অবস্থায় পড়েছিল এই রাস্তা।যাতাযাত করতে খুব সমস্যা হত এলাকাবাসীর। এই বর্ষাতে জল জমে রাস্তা কর্দমাক্ত হয়ে পড়েছে।মমতা ব্যানার্জীর পথশ্রী প্রকল্পে এই রাস্তা পাকা হবে বলে এলাকাবাসী খুব খুশি।করোনা মহামারী পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে উন্নয়নের নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন এত বড় পরিকল্পনা নেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post