নিউজ ডেস্ক : তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে দু’দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ এই মাওবাদী নেতাকে গ্রেফতার করে পুলিশ। চল্লিশ জনের একটি দল ঘিরে ফেলে ছত্রধরের লালগড়ের গ্রামের বাড়ি। এরপর তাঁকে ঘুম থেকে তুলে নিয়ে যায় এনআইএ। তাঁর বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা গেছে, তাঁর সঙ্গে ধস্তাধস্তির জেরে একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। অন্যদিকে গ্রেফতারির সময় তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। ফলে পাল্টা এনআইএর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছেন ছত্রধর। প্রসঙ্গত, নির্বাচন এগিয়ে আসতেই একদা জঙ্গলমহলের দাপুটে মাওবাদী নেতা ছাত্রধরের বিরুদ্ধে সিপিএম নেতা প্রবীর মাহাতো হত্যাকাণ্ড এবং রাজধানী এক্সপ্রেস অপহরনের মামলার খাতা ফের খুলল এনআইএ। আগামী ৩০ মার্চ তাঁকে আদালতে পেশ করা হবে।
Discussion about this post