প্রচারে সায়নী, নিজস্ব চিত্র
পশ্চিম বর্ধমান: রঙের উৎসবে দেখা যায়নি তাঁকে। তবে, চতুর্থ দফা নির্বাচনের আগে রবিবাসরীয় নির্বাচনে বেরলেন আসানসোল দক্ষিণের তৃণমূল (TMC) প্রার্থী সায়নী ঘোষ (Sayoni Ghosh)। এতদিন পায়ে হেঁটেই প্রচার সারছিলেন তিনি। তবে রবিবার থেকে টোটোয় চ়ড়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী। বার্নপুরের রহমতপুরে প্রচারে বেরিয়ে গেরুয়া শিবিরকে তোপ দাগলেন সায়নী।
রবিরার প্রচারে বেরিয়ে তিনি বলেন, ‘বিধায়ক হলেই এলাকায় পানীয় জলের সমস্যা দূর করব। সব কাজ একশো শতাংশ সম্পূর্ণ করা যায় এমন তো হয়না, বাকি কাজ ধীরে ধীরে করতে হবে। করব।’ অন্যদিকে, সায়নীর অন্যতম প্রতিপক্ষ বিজেপি প্রার্থী (BJP) অগ্নিমিত্রা পল জানিয়েছেন, তিনি বিধায়ক হলে আসানসোলে একটি মেডিক্যাল কলেজ ও ল’কলেজ তৈরি করে দেওয়া হবে। এ প্রসঙ্গে সায়নী (Sayoni ghosh) বলেন, ‘উনি তো ভূমিকন্যা। ওঁর তো আগে থেকেই উচিত ছিল এই কাজ গুলো করা। ভোট এসে গিয়েছে বলেই বিজেপি যা পারছে তাই বলছে।’
শুধু তাই নয়, দোলের দিন প্রচারে দেখা যায়নি সায়নিকে। কিন্তু দেখা গিয়েছিল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রাকে। সে প্রসঙ্গে, তৃণমূল প্রার্থী বলেন, ‘দোলের দিন আসিনি, তবে নববর্ষে আসব। পয়লা বৈশাখে সকলের সঙ্গে দেখা করব।’
এ দিনে সায়নীর প্রচারে বেশ কিছু অভিনবত্ব দেখা গেল। পায়ে হাঁটার বদলে টোটোয় চড়ে রোড শো সারলেন তিনি। তারপর বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন। শুধু তাই নয়, ছোট ছোট এলাকায় জনসংযোগ বাড়াচ্ছেন সায়নী। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, ছোট এলাকায় পাখির চোখ করে আসলে নিজের জমিই শক্ত করতে চাইছেন তারকা। উপেক্ষা করছেন ভরা চৈত্রের লু-ও।
শুধু তারকা হওয়া ছাড়াও, সায়নীর এই ‘সদাকর্মঠ’ মনোভাব ও আচরণটি যে তৃণমূলের (TMC) ভিত আরও পোক্ত করবে তা অস্বীকার করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। শুধু তাই নয়, নিজের প্রত্যেকটি প্রচার সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিয়ো আকারে শেয়ার করেছেন তারকা। সে প্রসঙ্গে সায়নী (sayoni Ghosh) বলেন, ‘বিজেপি নেতাদের গাড়িতেও তো ইভিএম দেখা গিয়েছে। সেখানে আমি তো কেবল প্রচারের ভিডিয়োতে গান যোগ করেছি। চাই, এইভাবে প্রচার আরও ছড়িয়ে পড়ুক। আমার স্থির বিশ্বাস, এই ভিডিয়োর প্রভাব ইভিএমেও পড়বে।’
আরও পড়ুন: কৌশানি ছোট মেয়ের মতো, ওর যা মন চায় বলুক: মুকুল

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post