সুমন মুখোপাধ্যায়: জনাই এর মুখোপাধ্যায় বংশ বললে শুধু একটি বংশধারা বললে সম্পূর্ণ হবে না। সমগ্র জনাই ও তার আশেপাশের অঞ্চলে বিভিন্ন শাখাপ্রশাখায় বিভক্ত। মুখোপাধ্যায় প্রথমে জনাই “কালীবাবুর বাড়ি”র দুর্গা পুজো। ৺ভোলানাথ মুখোপাধ্যায়ের পুত্র দেওয়ান ৺রামজয় মুখোপাধ্যায় এই বাড়ি(প্রাসাদ বলাই শ্রেয়) বাংলায় আনুমানিক সন ১২২১ সালে নির্মাণ করেন। ৺রামজয় মুখোপাধ্যায় বিহারের ভাগলপুর অঞ্চলের ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর অধীনে দেওয়ান ছিলেন। দেওয়ান রামজয়ের জেষ্ঠ্য পুত্র কালীপ্রসাদ মুখোপাধ্যায় রাজর্ষি নামে অভিহিত হতেন। প্রভূত ঐশ্বর্য্যশালী হয়েও তিনি সাধকের ন্যায় জীবন যাপন করতেন। তাঁর দানশীলতা ও লোকহিতকর কার্য্যাবলী সর্বজনবিদিত।
এই মুখোপাধ্যায় পরিবারের বিরাট সৌধ ও জমিদারি কালীবাবুর নামের সাথেই যুক্ত হয়ে আছে। সরস্বতী নদীর তীরে (যা এখন বিলুপ্ত প্রায়) এখনও এই জমিদার বাড়ির অশ্বশালা, অতিথিশালা, কাছারী বাড়ি, খাজাঞ্চীখানা, ইত্যাদির ধ্বংসাবশেষ বর্তমান (যেটা বর্তমান বংশধরগণ জানাচ্ছেন আসল প্রাসাদের দশ ভাগের এক ভাগ মাত্র অবশিষ্ট)। অট্টালিকার দুই পাশে সারি সারি পাম গাছ আর কোথায়, শুধু এক পাশে দুটি শিবমন্দির অতীতের স্মৃতি বহন করছে। কালীবাবুর পূজার দালান যে স্থানে অবস্থিত, সে স্থানে এক বৃহৎ শ্মশান ছিল। পরে এই শ্মশানের উপর পূজার দালান নির্মিত হয়, এবং উল্লেখ্য, আজও সম্পূর্ণ ঠাকুর দালান পাকা কিন্তু পূজার বেদি ও তার দু পাশের অংশ মাটির। এই পূজা প্রায় দুশো বছর অতিক্রান্ত।
আরও পড়ুন করোনা মুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post