প্রতীকী ছবি
নিউজ ডেস্ক : প্রেম কোনও বাধা, বয়স বা সম্পর্ক মানে না। সম্প্রতি এমন এক ঘটনা প্রকাশ পেতেই ধিক্কার জানায় নেটিজেনরা। নিজের মেয়ের আড়ালে বছরের পর বছর জামাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মা।টিকটক ব্যবহারকারী জিমি বেশকিছু ভিডিও প্রকাশ্যে এনে তাঁর মা ও স্বামীর এই ঘৃণ্য সম্পর্কের কথা জানান।
এ বিষয়ে তিনি জানিয়েছেন, পরিস্থিতির চাপে পড়ে একদিন তাঁর স্বামী স্বীকার করেন যে একজন মহিলার সঙ্গে তার সম্পর্ক রয়েছে। সেইসময় অপমানে লজ্জায় বাপের বাড়ি চলে যান জিমি। অথচ তখনও পর্যন্ত তিনি জানতেই পারেননি যে, পাঁচ বছর ধরে স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক থাকা ওই মহিলা আসলে জিমির নিজের মা। কিন্তু তাঁর ছেলেই একদিন বাবাকে নিজের দিদার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। এই ঘটনা জানার পর মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি। এরপর ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ সম্পূর্ণ হয়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post