প্রতীকী ছবি
নিউজ ডেস্ক : প্রেম কোনও বাধা, বয়স বা সম্পর্ক মানে না। সম্প্রতি এমন এক ঘটনা প্রকাশ পেতেই ধিক্কার জানায় নেটিজেনরা। নিজের মেয়ের আড়ালে বছরের পর বছর জামাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মা।টিকটক ব্যবহারকারী জিমি বেশকিছু ভিডিও প্রকাশ্যে এনে তাঁর মা ও স্বামীর এই ঘৃণ্য সম্পর্কের কথা জানান।
এ বিষয়ে তিনি জানিয়েছেন, পরিস্থিতির চাপে পড়ে একদিন তাঁর স্বামী স্বীকার করেন যে একজন মহিলার সঙ্গে তার সম্পর্ক রয়েছে। সেইসময় অপমানে লজ্জায় বাপের বাড়ি চলে যান জিমি। অথচ তখনও পর্যন্ত তিনি জানতেই পারেননি যে, পাঁচ বছর ধরে স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক থাকা ওই মহিলা আসলে জিমির নিজের মা। কিন্তু তাঁর ছেলেই একদিন বাবাকে নিজের দিদার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। এই ঘটনা জানার পর মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি। এরপর ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ সম্পূর্ণ হয়।
Discussion about this post