নিউজ ডেস্ক : দুই বিরোধী দলের কার্যালয়ে বিরোধী পতাকা। সাতসকালে ঘুম ভাঙতেই তাজ্জব সাধারন মানুষ। তৃণমূলের তুফানগঞ্জ-১ ব্লক অফিসের বারান্দায় বিজেপির পতাকা, অন্যদিকে বিজেপির মহকুমা কার্যালয়ের বারান্দায় তৃণমূলের পতাকা। রবিবার সকালে এমন ঘটনা চোখে পড়তেই চাঞ্চল্য ছড়াল তুফানগঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডে।
এ বিষয়ে তৃণমূলের কোচবিহার জেলার মুখপাত্র তথা তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি শিবপদ পাল বলেন, দলের শহর ব্লক সভাপতি হিসেবে আমি সকালে বিষয়টি জানতে পারি। সঙ্গে সঙ্গে আমি বিজেপির তুফানগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতিকে ফোন করে সব জানাই। সঙ্গে সঙ্গেই তাঁদের দলের লোকজন এসে দলের পতাকা নিয়ে যায়। অন্যদিকে আমাদের দলের কর্মীরা ওদের কার্যালয় থেকে আমাদের দলের পতাকা খুলে নেয়। আরও বলেন, কোনও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হয়ত এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে কোনও দলের পক্ষ থেকে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ থানায় জানানো হয়নি বলে পুলিশ সূত্রে খবর।
Discussion about this post