নিউজ ডেস্ক : দুই বিরোধী দলের কার্যালয়ে বিরোধী পতাকা। সাতসকালে ঘুম ভাঙতেই তাজ্জব সাধারন মানুষ। তৃণমূলের তুফানগঞ্জ-১ ব্লক অফিসের বারান্দায় বিজেপির পতাকা, অন্যদিকে বিজেপির মহকুমা কার্যালয়ের বারান্দায় তৃণমূলের পতাকা। রবিবার সকালে এমন ঘটনা চোখে পড়তেই চাঞ্চল্য ছড়াল তুফানগঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডে।
এ বিষয়ে তৃণমূলের কোচবিহার জেলার মুখপাত্র তথা তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি শিবপদ পাল বলেন, দলের শহর ব্লক সভাপতি হিসেবে আমি সকালে বিষয়টি জানতে পারি। সঙ্গে সঙ্গে আমি বিজেপির তুফানগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতিকে ফোন করে সব জানাই। সঙ্গে সঙ্গেই তাঁদের দলের লোকজন এসে দলের পতাকা নিয়ে যায়। অন্যদিকে আমাদের দলের কর্মীরা ওদের কার্যালয় থেকে আমাদের দলের পতাকা খুলে নেয়। আরও বলেন, কোনও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হয়ত এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে কোনও দলের পক্ষ থেকে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ থানায় জানানো হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।