অভ্রদ্বীপ দাস : দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর ও সাতগেছিয়ার অন্তর্গত উত্তর নহাজারি এলাকা থেকে তৃণমূল নেতা আজানশার মুক্তির দাবিতে ভোট বয়কট এর ব্যানার ও কালো পতাকা নিয়ে কয়েক হাজার মানুষ প্রতিবাদ মিছিল করে নহাজারি আমরাবেড়ে হয়ে বিবিরহাট রোড খুড়িরপোলে গিয়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় ।ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন । আজনশা মোল্লার পরিবারের দাবি লজ্জা লাগে তৃণমূলের একাংশ চক্রান্ত করে আজানশা মোল্লাকে জেলবন্দি করে রাখা হয়েছে দু বছর।
এই ঘটনা বিষ্ণুপুর তৃণমূল প্রার্থী দিলীপ মন্ডল কে জিজ্ঞাসা করলে তিনি জানান এটা আইনের প্রশ্ন এই জায়গায় আমাদের বলা উচিত নয়। সেই জায়গায় তাদের ক্ষোভ দুঃখ-যন্ত্রণা থাকতে পারে তাদের সেই ক্ষোভ হয়তো দেখিয়েছে।আগামী দিন নিশ্চিত আমাদের লিডাররা তাদের বুঝিয়ে একটা জায়গা তৈরি করবে ।
Discussion about this post