অভ্রদ্বীপ দাস : দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল প্রার্থী দিলীপ মন্ডল রোডশো করলেন চট্টা ব্রিজ থেকে মহিষগেট ব্রিজ পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা ।দু’ধারে দেখা গেল উৎসুক জনতার উপচে পড়া ভিড় । রোডশোয়ে তৃণমূল কর্মীদের ঢল নামছে দেখা গেল উৎসবের মেজাজে।
Related
Discussion about this post